শিরোনাম :
গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড় নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী কে হত্যা দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা” ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্থী আমজাদ হোসাইন নরসিংদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উত্তাপ ছাপিয়ে শৃঙ্খলায় নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি মাখন সাঃসম্পাদক পলাশ শিবপুরে অর্ধকোটি টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ কাভার্ডভ্যান চালক আটক নরসিংদীর রায়পুরায় বাস-এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত ৫ ধানের শীষের পক্ষে শিবপুরে মনজুর এলাহীর গন সংযোগ ও লিফলেট বিতরণ পলাশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন: খামারিদের উন্নয়নে নানা কর্মসূচি
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

মনোহরদীতে সড়ক নির্মাণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৫

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সৈয়দবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে এবং ঘটনায় তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় উপজেলার একদুয়ারি ইউনিয়নের অজলদিয়া গ্রামের মো. রাগল মিয়ার ছেলে মো. ইলিয়াছ মিয়া (৩৫) সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি এএমটি আরতি চেডি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, যা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালাকচর জিসি পর্যন্ত সড়ক নির্মাণের কাজ করছে।

অভিযোগে বলা হয়েছে, পূর্বশত্রুতা ও চাঁদা আদায়ের উদ্দেশ্যে ইলিয়াছ (২৮), আমিন (৩০), আজিম (২৪), শামীম (৩০), খোরশেদ মিয়া (৩৫), ছাব্বির, জাহিদুল, ইব্রাহিম (২৬), আসাদুল্লাহসহ আরও ৮–১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় এক্সেলেটর ড্রাইভার শহিদুল ইসলাম (২৮) গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে এলজিইডির ড্রাইভার নাজমুলসহ আরও কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।

পরে স্থানীয়দের সহায়তায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী হামলাকারীদের ঘিরে ফেললে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল আকন্দ বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category