দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নরসিংদী-২ (পলাশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. আমজাদ হোসাইন বলেছেন, “সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে ইতিবাচক জনমত তৈরি হয়েছে। পলাশেও সেই সম্ভাবনা জোরালোভাবে উপস্থিত। এই সম্ভাবনাকে বিজয়ে রূপ দিতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে।”
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় ঘোড়াশাল স্টেশন ঘোড়া চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌরসভার আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাস্থলে জড়ো হয় এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি, যা জনসভাকে আরও উৎসাহব্যঞ্জক করে তোলে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “জনগণ দায়িত্ব পালন করে ভোটাধিকার প্রয়োগ করলে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের জায়গা সংকুচিত হয়ে যায়। দাঁড়িপাল্লা জনগণের প্রতীক—ন্যায়, সত্য, ও সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মো. সাইয়েদুজ্জামান, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, নরসিংদী। প্রধান বক্তা ছিলেন আবুল কাশেম সিকদার, জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমির, পলাশ।
সভাপতিত্ব করেন অধ্যাপক ইসমাইল খায়েরী, আমির, ঘোড়াশাল পৌরসভা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা বেলাল হোসেন, সেক্রেটারি, ঘোড়াশাল পৌরসভা।
বক্তারা বলেন, ন্যায়ের পক্ষে জনগণের ঐক্যই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে। তাঁরা স্বচ্ছ নির্বাচন, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান।
ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও সভায় বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।