শিরোনাম :
গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড় নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী কে হত্যা দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা” ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্থী আমজাদ হোসাইন নরসিংদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উত্তাপ ছাপিয়ে শৃঙ্খলায় নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি মাখন সাঃসম্পাদক পলাশ শিবপুরে অর্ধকোটি টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ কাভার্ডভ্যান চালক আটক নরসিংদীর রায়পুরায় বাস-এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত ৫ ধানের শীষের পক্ষে শিবপুরে মনজুর এলাহীর গন সংযোগ ও লিফলেট বিতরণ পলাশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন: খামারিদের উন্নয়নে নানা কর্মসূচি
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

নরসিংদীতে ফেইসবুকে অপপ্রচারের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ৪৭৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নরসিংদীতে সমাজবিরোধী কার্যকলাপে বাধা দেওয়ায় একটি কুচক্রী মহল সামাজিক সংগঠন ‘পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন’-এর সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকায় সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফাউন্ডেশনের সভাপতি মো. সজিব মোল্লা।

সজিব মোল্লা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকার আব্দুল সাত্তার মোল্লার ছেলে। তিনি বলেন, শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার একটি অসাধু মহল দীর্ঘদিন ধরে পেশীশক্তির মাধ্যমে চাঁদাবাজি, মানুষকে ফাঁদে ফেলা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ কাজে বাধা হয়ে দাঁড়ায় পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন। ফলে ওই মহল সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার নামে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ‘পরি প্রেক্ষিত’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পুরনো ছবি বিকৃতভাবে প্রচার করে তাকে অপরাধী প্রমাণের চেষ্টা চলছে। অথচ ছবিটিতে তার হাতে কোনো অস্ত্র ছিল না, তবুও সেটিকে বিকৃতভাবে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর আগে একই ছবি ‘আয়ুব সরকার’ নামের একটি আইডি থেকে পোস্ট করা হলেও পরে তা মুছে ফেলা হয়েছিল।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, এসব অপপ্রচারের কারণে প্রশাসনের কিছু সদস্যও বিভ্রান্ত হয়ে তাকে হয়রানি করেছে। এর প্রভাবে পুটিয়া বাজারে তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

অভিযোগে বলা হয়, এই অপপ্রচারের মূল হোতা হচ্ছেন শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে আল আমিন (উরফে টাইগার আল আমিন)।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সহ-সভাপতি তৌহিদ গাজীর ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়। তিনি জানান, আল আমিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় সভাপতি সজিব মোল্লা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ষড়যন্ত্রকারীরা ওই ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে তাকে জড়ানোর চেষ্টা করে।

শেষে সজিব মোল্লা সাংবাদিকদের কাছে অনুরোধ জানান— বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ওই কুচক্রী মহলের অপকর্ম ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার সুযোগ তৈরি করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category