ভারতীয় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সিআইডি’র এক নামি মুখ ইন্সপেক্টর দয়া। চরিত্রটির পর্দার পেছনের মানুষ দয়ানন্দ শেট্টি, যিনি অভিনয়ে আসার আগে স্বপ্ন দেখতেন খেলোয়াড় হওয়ার। কিন্তু পায়ে আঘাত পেয়ে সে স্বপ্ন ভেঙে যায়। থিয়েটার থেকেই শুরু হয় তার অভিনয়ের যাত্রা। আর ১৯৯৮ সালে ‘সিআইডি’ সিরিজে যুক্ত হয়ে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
তবে তার অভিনয়ের বাইরেও একটি বিষয় নিয়ে বছর কয়েক আগে তুমুল বিতর্ক এবং গুঞ্জনের সৃষ্টি হয়। শোনা যায়, সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দয়া। মোনা ‘সিআইডি’তে ফরেনসিক বিশেষজ্ঞ ডঃ অঞ্জলিকা দেশমুখ চরিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয় এই মারাঠি অভিনেত্রী ২০০৫ সালে বিবাহবহির্ভূতভাবে কন্যাসন্তানের জন্ম দেন।
গুঞ্জন আরও গাঢ় হয় যখন এক সাক্ষাৎকারে মোনা বলেন,
“হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে। কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাব না, যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন।”
এই বক্তব্য ঘিরেই দয়ার দিকে আঙুল ওঠে। অনেকে মনে করেন, তিনিই ওই সন্তানের পিতা। যদিও দয়া দৃঢ়ভাবে তা অস্বীকার করেন।
তার ভাষায়,
“আমি শুনেছি মানুষ মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে এবং বলছে যে আমি তার সন্তানের বাবা। কিন্তু এগুলো সবই গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনো দিনই জড়িত ছিলাম না। আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।”
এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে সত্যতা স্বীকার না করলেও গুঞ্জন থেমে থাকেনি। বিনোদন অঙ্গনে এমন বিতর্কিত সম্পর্কের গল্প আজও অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে।