তীব্র উত্তেজনায় ভরা ম্যাচে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ। এই জয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বাস্তব করল টাইগাররা।
শনিবার (৫ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১০ রানের মাথায় ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নেন মাত্র ৭ রানে। এরপর ইমন ও শান্ত মিলে কিছুটা স্থিতি ফেরান। ইমন তুলে নেন গুরুত্বপূর্ণ ফিফটি, শেষ পর্যন্ত ৬৭ রানে ফিরলেও ইনিংস বড় করতে পারেননি শান্ত (১৪)।
হৃদয় (৫১) ও শামিম (২২) মিলে চেষ্টা চালালেও ইনিংসে ছন্দ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। জাকের আলী ২৪ রানের ইনিংস খেলে কিছুটা সহায়তা দিলেও, দ্রুত উইকেট পতনের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। শেষদিকে সাকিব আল হাসান ২১ বলে ঝড়ো ৩৩ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। সব উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ২৪৮ রানে (৪৫.৫ ওভার)।
শ্রীলঙ্কার পক্ষে আশিথা ফার্নান্দো ৪টি এবং হাসারাঙ্গা ৩টি উইকেট দখল করেন।
লঙ্কানদের জবাবে শুরুতেই আঘাত হানেন বাংলাদেশের বোলাররা। ৬ রানে নিসাঙ্কাকে ফেরানোর পর দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও মাদুশকা। কিন্তু স্পিনার তানভীর ইসলাম জোড়া আঘাত করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন।
এরপর আসালাঙ্কা, কামিন্দু ও ভেল্লালাগে ফিরে গেলে চাপ বাড়ে শ্রীলঙ্কার ওপর। একপ্রান্তে লড়াই করে যান জানিথ লিয়ানাগে। তার ৭৮ রানের ঝকঝকে ইনিংসে কিছুটা আশার আলো দেখছিল লঙ্কান শিবির। কিন্তু মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে তার বিদায়ে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার লড়াই।
৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় ১৬ রানের ব্যবধানে।
তানভীর ইসলাম হন ম্যাচসেরা, তার দারুণ বোলিংই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
এই জয়ের মাধ্যমে সিরিজ এখন ১-১ এ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ জুলাই, একই ভেন্যুতে।
বাংলাদেশের জয়ে উচ্ছ্বসিত টাইগার ভক্তরা, প্রত্যাশা—সিরিজ জিতে দুর্দান্ত সমাপ্তি!