জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশও প্রত্যাহার করেছে দলটি।
শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী নৈতিক স্থলনের অভিযোগে সারোয়ার তুষারকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের প্রেক্ষিতে তিনি দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির নিকট লিখিত জবাব জমা দেন।
দলীয় পর্যবেক্ষণে দেখা যায়, একটি একান্ত ব্যক্তিগত যোগাযোগের ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে গৃহীত পদক্ষেপে তিনি দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রাসহ সব ধরনের কার্যক্রমে অংশ নেননি।
পর্যালোচনা শেষে সার্বিক বিবেচনায় এবং লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে শোকজ নোটিশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এনসিপি।