রাজধানীর মিরপুরের পল্লবীতে চাঁদা না পেয়ে এক আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে জানান, প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তাদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর থেকে একের পর এক হামলা চলতে থাকে। সর্বশেষ শুক্রবার বিকেলে ৩০-৪০ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে সিসি ক্যামেরাসহ প্রতিষ্ঠানটির মূল্যবান সামগ্রী ভাঙচুর করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে।
হামলায় শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাকে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, গুলিবর্ষণের ঘটনা সত্য। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।
জানা গেছে, এর আগে ২৭ জুন ও ৪ জুলাই একই প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত ১০ জুলাই পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন চেয়ারম্যান কাইউম আলী খান।
এই ঘটনায় মিরপুরসহ পুরো ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।