নিজস্ব প্রতিবেদক:
এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—শুধু এই অভিযোগ দেখিয়েই নরসিংদীর একজন প্রবাসীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমরান মিয়া। গত ১৬ বছর ধরে তিনি লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন এবং দেশেও ফিরেননি প্রায় ১৩ বছর।
পরিবারের সদস্যরা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশের পরপরই এমরানের নরসিংদীর নাগরিয়াকান্দিস্থ পৈতৃক বাড়ি লক্ষ্য করে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতকারী। প্রথমে লুটপাট, পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, হামলাকারীরা বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিতে দিতে এই আক্রমণ চালান। এ ঘটনায় এমরানের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও পাননি বলে অভিযোগ করেছে।
পরিবার জানায়, প্রবাসী এমরান এবং তার পরিবারের কাছে বারবার ফেসবুক ও মেসেঞ্জারের ভুয়া আইডি থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়।
এমরান মিয়ার দাবি, দীর্ঘ ১৬ বছর তিনি লন্ডনে অবস্থান করছেন। সেই সময়ে দেশে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলায় কীভাবে তাকে আসামি করা হয়—এ নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
২০২৫ সালের ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী মো. আশরাফুল মান্নান ৩২৯ জনের বিরুদ্ধে একটি নালিশি দরখাস্ত দাখিল করেন। এতে প্রবাসী এমরানকে ৮৮ নম্বর আসামি করা হয়।
দরখাস্তে বলা হয়, ১৯ জুলাই ২০২৪ তারিখে বিপ্লব শেখ (১৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন কিনা—তা যাচাই করে প্রতিবেদন দিতে মিরপুর মডেল থানাকে নির্দেশ দেয় আদালত।
এছাড়া নরসিংদীর শালিধার নাদিরা বেগমের দায়ের করা আরও একটি সিআর মামলায়ও এমরান মিয়াকে আসামি করা হয়েছে। মামলাটি শুনানি করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর হাসপাতালের আরএমও-কে চিকিৎসা সংক্রান্ত সনদ দিতে নির্দেশ দেন।
প্রবাসী এমরান মিয়া বলেন—
“আমি একসময় ছাত্রলীগের রাজনীতিতে ছিলাম, কিন্তু কখনোই কোনো অন্যায়ের সঙ্গে জড়াইনি। দেশে বৈধ আয়ে চলতে কষ্ট হতো, তাই রাজনীতিকে হাতিয়ার না করে লন্ডনে গিয়েছি। সৎভাবে উপার্জন করে পরিবার চালাই। অথচ আওয়ামী লীগকে সমর্থনের ‘অপরাধে’ আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।"
তিনি আরও জানান, এই মামলাগুলো, বাড়িতে হামলা এবং অনলাইন চাঁদাবাজির কারণে তিনি ও তার পরিবার ভয়–উৎকণ্ঠায় আছেন।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.