নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তোষ সরকার (৪২) নামে এক স্বর্ণকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্তোষ সরকার ওই এলাকার সাধন সরকারের ছেলে।
প্রান্তোষের ভাবি হেনা রাণী বলেন, সন্ধ্যায় দুই অপরিচিত ব্যক্তি প্রান্তোষের খোঁজে বাড়ির পাশে আসে। পরে তাকে বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে কথা বলতে বলতে হঠাৎ দুর্বৃত্তরা প্রান্তোষকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রান্তোষকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বর্তমানে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, “পেশায় স্বর্ণকার প্রান্তোষকে দুর্বৃত্তরা বুকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি।”
তিনি আরও বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.