নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার মাধবদী গরুর হাট ও আশপাশের এলাকা থেকে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।
কাস্টমসের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, মাধবদী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শুল্ক ফাঁকি দিয়ে নিয়মিতভাবে বিদেশ থেকে সুতা আমদানি করছে। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি বিষয়টি কাস্টমসের নজরে আসলে বিশেষ নজরদারি শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে সুতাভর্তি ৯টি কাভার্ডভ্যান আটক করে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তা আরও জানান, কাস্টমস আইনের আওতায় জব্দ করা এসব সুতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চাইলে প্রতি কেজিতে ৫ টাকা শুল্ক ও সমপরিমাণ জরিমানা দিয়ে পণ্য ফেরত নিতে পারবে। বর্তমানে জব্দ করা সুতাগুলো কাস্টমসের হেফাজতে নিরাপদ গুদামে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি অফিসেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.