নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গতকাল (বুধবার) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়া ও মোন্তা মিয়ার ছেলে রানা মিয়া।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের প্রবাস ফেরত যুবক সুলাইমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা চুরির বিষয়টি স্বীকার করলে চুরি হওয়া মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.