ইউডা এলেমনাই এসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর আয়োজনে বর্তমান শিক্ষার্থীদের জন্য গতকাল ০৮/১০/২০২৫ইং রোজ বুধবার ইউডা অডিটোরিয়ামে "ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার,i ম্যাপিং ইউর নেক্সট মুভ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান ও মূল বক্তা হিসেবে জব রিলেটেড ও ক্যারিয়ার রিলেটেড বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিবিএ ৪২তম ব্যাচ ও এমবিএ ৪৪তম ব্যাচের প্রাক্তন ছাত্র তাসনিম মাহমুদ নাবিল, বর্তমানে তিনি ব্রাক ইন্টারন্যাশনালে সিনিয়র ম্যানেজার, ম্যানেজমেন্ট রিপোর্টং বিভাগে কর্মরত আছেন। বিশেষ বক্তা হিসেবে মার্কেটিং রিলেটেড বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিবিএ ৪৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র মোস্তাফিজ রহমান, বর্তমানে তিনি ওয়ালটনে ব্রান্ড ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
বিশেষ বক্তা হিসেবে ই-কমার্স রিলেটেড বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিবিএ ৪৯তম ব্যাচের প্রাক্তন ছাত্র শামসুজ্জামান শামস, তিনি মোশন ভিউ ই-কমার্সে জাতীয় পর্যায়ের সেলস চেইন মেইনটেইন করছেন।
সমাপনী বক্তব্য প্রদান করেন ইউডার প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির সভাপতি প্রফেসর মুজিব খান স্যার। সেমিনার এর সভাপতিত্ব করেন ইউডা এলেমনাই এসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর সভাপতি রিফাত হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলেমনাই এসোসিয়েশন এর কমিটির সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.