নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।
নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে বর্তমানে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় চলাকালে পুলিশ বাধা দিলে চাঁদাবাজ দুর্বৃত্তরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এলাকা জুড়ে অভিযান জোরদার করেছে। পুলিশের দাবি, দ্রুত সময়ের মধ্যেই হামলায় জড়িত অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।