নরসিংদী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সি, সদস্য মোঃ ইউনূস ও সদস্য মোঃ ওমর ফারুক কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৪ অক্টোবর দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১ অক্টোবর ২০২৫ তারিখে দোয়ানী বাজার বনিক সমিতির নবগঠিত কমিটিতে রশিদ মুন্সী স্বাক্ষর দিয়েছেন, যা উপজেলা বিএনপি’র অনুমোদন ছাড়াই করা হয়েছে। ওই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অস্থিরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে ৭ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বাজার কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় রশিদ মুন্সী, ইউনূস মিয়া ও ওমর ফারুকের কার্যক্রমে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এজন্য তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটি ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.