ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে, ফলে ফুলগাজী ও পরশুরামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ৩৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ২০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। নদীর বেড়িবাঁধ ভেঙে ফসলি জমি, মাছের ঘের, বাড়িঘর ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থায় ফুলগাজীর ৯৯টি ও পরশুরামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্লাবিত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি দুর্গতদের জন্য শুকনো খাবার ও জরুরি ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
অপরদিকে, ফেনী-পরশুরাম ও উপজেলা সদরকে সংযোগকারী আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ বেড়েছে। দুর্গত মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ৬ জুলাই দুপুর ১২টা থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ফেনী জেলায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের ত্রিপুরা ও ফেনীর উজানে পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা প্রশাসনের একাধিক টিম গত রোববার থেকেই সরেজমিনে কাজ শুরু করেছে। দুর্গতদের উদ্ধার ও সহায়তার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও তা বিশাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.