এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫ জুলাই) মিয়ানমারের থুয়ান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলার মেয়েরা। মাত্র তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর গোলের বন্যা বইয়ে দেন শামসুন্নাহার (৬ ও ১৩ মিনিট), মনিকা চাকমা (১৬ মিনিট), ঋতুপর্ণা চাকমা (১৮ মিনিট) এবং তহুরা খাতুন (২১ মিনিট)।
প্রথমার্ধেই সাত গোল হজম করে বিপর্যস্ত হয়ে পড়ে তুর্কমেনিস্তান। গোলরক্ষক বদল করেও রক্ষা হয়নি প্রতিপক্ষের। বাংলাদেশের দারুণ পাসিং, গতি এবং রক্ষণে নিখুঁত নিয়ন্ত্রণে তুর্কমেন নারীরা পুরোপুরি ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা না মিললেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে লাল-সবুজ প্রতিনিধিরা। বিশেষ করে শামসুন্নাহার ও ঋতুপর্ণা চাকমার অসাধারণ পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
যদিও এই জয় নিয়মরক্ষার ছিল, তবে বিশাল ব্যবধানের জয় আত্মবিশ্বাসে বড় রকমের প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা। ভবিষ্যতের বড় মঞ্চে বাংলাদেশ নারী দলের এই আত্মবিশ্বাসই হতে পারে বড় শক্তি।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2025 নরসিংদীর পত্রিকা. All rights reserved.